CPGCBL Job Circular 2024 – কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড সিপিজিসিবিএল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ গত ১৫ মে ২০২৪ তারিখে প্রকাশিত হয়েছে। সর্বমোট ১৬৭ জন জনবল নিয়োগ করবেন বিভিন্ন টেকনিক্যাল ও সাধারণ ক্যাটাগরিতে। কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এবং পত্রিকার মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছেন। পুরুষ ও নারী প্রার্থী উভয়েই আবেদন করতে পারবেন তাদের চাওয়া আবেদন পদ্ধতিতে। আবেদন শুরু হবে ১৯ মে ২০২৪ থেকে এবং আবদনের শেষ তারিখ ১৯ জুন ২০২৪ তারিখ। কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড কর্তৃপক্ষ যোগ্য প্রার্থীদের নিকট আবেদনের আহ্বান করেছেন। যোগ্য প্রার্থীগণ তাদের যোগ্যতা যাচাইপূর্বক আবেদন করতে পারবেন।
CPGCBL Job Circular 2024 Details:
SL | Post Name | Vacancy |
---|---|---|
01 | Manager (Security) | 01 |
02 | Manager (Chemist) | 01 |
03 | Medical Officer | 01 |
04 | Assistant Manager (Commercial) | 01 |
05 | Junior Assistant Manager (HRM/Admin/Store) | 06 |
06 | Junior Assistant Manager (Account/Money/Audit) | 06 |
07 | Sub-Assistant Engineer (Electrical/Mechanical/Auto mob) | 17 |
08 | Security Inspector | 04 |
09 | Floorman | 10 |
10 | Crane Operator | 02 |
11 | Jeti Crane Operator | 08 |
12 | Bulldozer Operator | 04 |
13 | Dump Truck Operator | 03 |
14 | Rickleimer/Stecker | 05 |
15 | Lab Technician | 01 |
16 | Driver | 16 |
17 | Technician (Workshop) | 08 |
18 | Technician (Coul Management) | 10 |
19 | Technician (SGT/Boiler) | 04 |
20 | Technician (Tarbain) | 04 |
21 | Instrument Mechanics | 08 |
22 | Welder | 06 |
23 | Technician (ICT) | 02 |
24 | Auto Mechanics | 02 |
25 | Auto Electrician | 02 |
26 | Riger (SGT/Tarbain) | 04 |
27 | Baburchi | 01 |
28 | Turner | 02 |
29 | Checkman | 04 |
30 | Fire Extinguisher Assistant | 08 |
31 | Sampler (Coal) | 04 |
32 | Sampler (Chemist) | 04 |
33 | Baburchi Assistant | 03 |
34 | Speedboat Assistant | 01 |
35 | Store Helper | 04 |
36 | Plumber | 02 |
CPGCBL Job Circular 2024
প্রতিটি পদের বিস্তারিত বর্ণনা নিচে সংযুক্ত বিজ্ঞপ্তি থেকে দেখে নিতে পারবেন। ওখানে প্রতিটি পদের বিপরীতে কি কি প্রয়োজন, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতাসহ অন্যান্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। তাই আপনার পছন্দের পদ বাছাই করতে এবং আপনার যোগ্যতা অনুযায়ী পদ খুঁজে পেতে হলে সর্বপ্রথম আপনি নিচে দেয়া সকল পদগুলো দেখুন এবং আপনার সাথে মিলে এরকম পদ পছন্দ করে অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করুন।
আপনি কি আবেদন করতে ইচ্ছুক? যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে নিচের অফিশিয়াল নোটিশ অনুযায়ী এবং তাদের রুলস রেগুলেশুন অনুসারে যত তাড়াতাড়ি সম্ভব আবেদনটি করে ফেলুন। আর আবেদন করার সময় অবশ্যই যথেষ্ঠ সচেতনতার সহিত আবেদন ফরম পূরণ করবেন। কারণ সরকারি চাকুরি বা বেসরকারি চাকুরি যাই হোক না কেন আবেদন নির্ভুল নাহলে কখনোই তা গ্রহণযোগ্য হয়ে উঠে না। সুতরাং আবেদন করার সময় আবেদন ফরমের প্রতিটি ঘর খুব সতর্কতার সহিত পূরণ করবেন এবং ভুলত্রুটিগুলো দেখে সঠিকভাবে ফরমটি পূরণ করে সাবমিট করবেন। আর অবশ্যই আবেদন করার পূর্বে অফিশিয়াল নোটিশটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ে নিবেন।
How to Apply for CPGCBL Job Circular 2024 Circular 2024
প্রথমত: আপনাকে চাকুরির আবেদন ফরমটি অনলাইনে নোটিশে উল্লেখিত ওয়েবসাইট পোর্টাল থেকে পূরণ করতে হবে। যেটি এই পোস্টের নিচে নোটিশে দেয়া হয়েছে।
দ্বিতীয়ত: আবেদনটি সাবমিট করার পর ৭২ ঘন্টার মধ্যে আবেদনের ফি পরিশোধ করতে হবে। যদিও অধিকাংশ বিজ্ঞপ্তির ক্ষেত্রে ৭২ ঘন্টার পরও আবেদন ফি পরিশোধ করা যায়। আবেদন ফি পরিশোধ করার পরই শুধুমাত্র আবেদনটি গৃহিত হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন ফি পরিশোধ না করলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে।
CPGCBL Job Circular 2024 Apply Process:
CPGCBL চাকুরির আবেদনটি অনলাইনের মাধ্যমে নোটিশে উল্লেখিত ওয়েবসাইট পোর্টাল থেকে পূরণ করতে হবে। আবেদনের জন্য cpgcbl.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে নিচে উল্লেখিত নির্দেশাবলী অনুসরণ করে CPGCBL টেলিটক জব পোর্টাল থেকে আবেদন ফরমটি পূরণ করুন। নিচে ধাপে ধাপে আবেদনের নির্দেশাবলী প্রদত্ত হলো:
1. Visit the CPGCBL Teletalk job portal website: cpgcbl.teletalk.com.bd
2. Click on the “Application Form”.
3. Select the post you want to apply for.
4. Click on the “Next” button.
5. If you have premium membership of alljobs.teletalk.com.bd, select “Yes”. Otherwise, select “NO”.
6. Now the CPGCBL job application form will open.
7. Fill out the application form with the necessary details and go next step.
8. Upload your photo (300 x 300 pixels) and your signature (300 x 80 pixels).
9. Click on the “Submit Application” button.
10. Download the applicant’s copy and make the application fee payment via teletalk prepaid SIM.
CPGCBL Application Fee Payment Process:
অনলাইনে আবেদন সাবমিট করার পর দুটি মেসেজের মাধ্যমে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে আবেদন ফি পরিশোধ করতে হবে। এক্ষেত্রে টেলিটক প্রিপ্রেইড সিম ব্যবহারের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। নিচে মেসেজ পাঠানো ফরমেট ও উদাহরণসহ বর্ণিত হলো।
1st SMS: CPGCBL< Space> User ID send to 16222
Example: CPGCBL FEDCBA
Reply SMS: Applicant’s Name. Tk. (Amount of Fees) will be charged as an application fee. Your PIN is (8-digit number) 87654321.
2nd SMS: CPGCBL< Space> Yes < Space>PIN send to 16222
Example: CPGCBL YES 87654321 After proper submission of CPGCBL Job Application Fee, you will receive your User ID and Password through a congratulatory message from the Authority.
Reply SMS: Congratulations Applicant’s Name, payment completed successfully for CPGCBL Application for ********* User ID is (********) and Password (********) CPGCBL Job Application Helpline and Contact Info.
যদি আবেদন বা আবেদন ফি পরিশোধ করতে কোন সমস্যা হয়, তাহলে আপনি টেলিটক সিম থেকে ১২১ এ কল করুন অথবা vas.query@teletalk.com.bd. Organization Name: CPGCBL, Post Name: *******, Applicant’s User ID and Contact Number এ ইমেইল করুন। ইমেইলের সাবজেক্টে অবশ্যেই এগুলো দিতে হবে।
CPGCBL Job Circular 2024 pdf download
আপনি যদি সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটির পিডিএফ ডাউনলোড করতে চান তাহলে আপনি সেটি CPGCBL এর অফিশিয়াল ওয়েবসাইট cpgcbl.gov.bd অথবা CPGCBL টেলিটক জব পোর্টাল থেকে ডাউনলোড করতে পারবেন। তবুও আপনাদের সুবিধার্থে আমরা এখানে সার্কুলারটি সংযুক্ত করে দিলাম। আপনি এখান থেকে বিস্তারিত দেখে নিতে পারেন।
CPGCBL Admit Card Issue, Exam Date, Seat Plan, and Result:
আবেদনের পর কর্তৃপক্ষ কর্তৃক পরীক্ষার তারিখ ও সময় নির্ধারিত হলে আবেদনকারীর ফোনে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য মেসেজ প্রেরণ করা হয়ে থাকে। মেসেজে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সহ দেওয়া হয়ে থাকে। ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে CPGCBLএর টেলিটক জব পোর্টাল http://CPGCBL.teletalk.com.bd থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। প্রবেশপত্রে পরীক্ষার স্থান, কেন্দ্র, রোল নং সহ যাবতীয় তথ্য দেয়া থাকে। পরীক্ষার পর পরীক্ষার রেজাল্ট ও লিখিত পরীক্ষার নোটিশসহ যাবতীয় তথ্যাদির জন্য নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত অফিশিয়াল ওয়েবসাইটে খোঁজ রাখুন।
CPGCBL Job Circular 2024
আমরা উল্লেখিত পোস্টে ETAX নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর যাবতীয় তথ্য আলোচনা করার চেষ্ট করেছি। আশা করি তাতে আপনাদের উপকারে আসবে। আপনি যদি আরো নিয়োগ বিজ্ঞপ্তি পড়তে চান তাহলে আমাদের job-circular ওয়েবসাইটে প্রবেশ করে দেখে নিতে পারেন। এছাড়াও আমাদের ওয়েবসাইটে প্রতিদিন নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আমাদের ওয়েবসাইটে আপনি Government Jobs, Private Jobs, Bank Jobs, NGO Jobs সহ সকল ধরণের চাকরির খবর পেয়ে যাবেন।
যেকোন ধরণের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়া মাত্রই আমরা আমাদের ওয়েবসাইটে তার বিস্তারিত ব্যাখ্যাসহ পোস্ট পাবলিশ করে থাকি। নতুন নতুন চাকুরির খবর পেতে আমাদের সাথে থাকুন এবং যদি আপনি উপকৃত হন তাহলে আপনি আপনার বন্ধুকেও এই পোস্টটি শেয়ার করতে পারেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।
1 thought on “CPGCBL Job Circular 2024 – সিপিজিসিবিএল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪”