SETU NGO Job Circular – সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি

SETU NGO Job Circular – সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি গত ১০ মে ২০২৪ তারিখে প্রকাশিত হয়েছে। সর্বমোট ১২০ জন জনবল নিয়োগ করবেন মাত্র ০২ ক্যাটাগরিতে। সেতু এনজিও পত্রিকার মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছেন। পুরুষ ও নারী প্রার্থী উভয়েই আবেদন করতে পারবেন অত্র নিয়োগ বিজ্ঞপ্তিটিতে। আবেদন শুরু ১০ মে ২০২৪ থেকে এবং আবদোন শেষ হবে ২২ মে ২০২৪ তারিখ। সেতু এনজিও কর্তৃপক্ষ যোগ্য প্রার্থীদের নিকট আবেদনের আহ্বান করেছেন। যোগ্য প্রার্থীগণ তাদের যোগ্যতা যাচাইপূর্বক আবেদন করতে পারবেন।

SETU NGO Job Circular Details:

SLPost NameVacancy
01Branch Manager20
02Field Officer100

 

SETU NGO Job Circular

  1. পদের নাম: শাখা ব্যবস্থাপক
    পদ সংখ্যা: ২০
    বেতন: শিক্ষানবিশকাল- ২৪,০৫০ টাকা, নিয়মিতকরণের পর- ২৭,৯০০ টাকা।
    শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি।
    অন্যান্য সুবিধা: উৎসব ভাতা, ১০% সিপিএফ বীমা, আবাসিক সুবিধা, মোটরসাইকেল এবং লক্ষ্যমাত্রা অর্জনকারীদের উৎসাহ ভাতা প্রদান করা হবে।

 

  • পদের নাম: ফিল্ড অফিসার
    পদ সংখ্যা: ১০০
    বেতন: শিক্ষানবিশকাল- ১৮,০০০ টাকা, নিয়মিতকরণের পর- ২০,৮০০ টাকা।
    শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।
    অন্যান্য সুবিধা: উৎসব ভাতা, ১০% সিপিএফ বীমা, আবাসিক সুবিধা, মোটরসাইকেল এবং লক্ষ্যমাত্রা অর্জনকারীদের উৎসাহ ভাতা প্রদান করা হবে।

 

[বি.দ্র: সকল জেলা আবেদন করতে পারবেন]

 

SETU NGO Job Circular

আপনি কি আবেদন করতে ইচ্ছুক? যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে নিচের অফিশিয়াল নোটিশ অনুযায়ী এবং তাদের রুলস রেগুলেশুন অনুসারে যত তাড়াতাড়ি সম্ভব আবেদনটি করে ফেলুন। আর আবেদন করার সময় অবশ্যই যথেষ্ঠ সচেতনতার সহিত আবেদন করবেন। কারণ সরকারি চাকুরি বা বেসরকারি চাকুরি যাই হোক না কেন আবেদন নির্ভুল নাহলে কখনোই তা গ্রহণযোগ্য হয়ে উঠে না। সুতরাং আবেদন করার সময় আবেদন ফরমের প্রতিটি ঘর খুব সতর্কতার সহিত পূরণ করবেন এবং ভুলত্রুটিগুলো দেখে সঠিকভাবে ফরমটি পূরণ করে সাবমিট করবেন। আর অবশ্যই আবেদন করার পূর্বে অফিশিয়াল নোটিশটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ে নিবেন।

 

How to Apply for SETU NGO Job Circular 2024

আবেদন পদ্ধতি অফলাইনে তাদের অফিশিয়াল ঠিকানায় সরাসরি / কুরিয়ার / ডাকযোগে পৌঁছাতে হবে।

 

SETU NGO Job Circular 2024 Apply Process:

আবেদনের নির্দেশাবলী ও প্রয়োজনীয় কাগজপত্রের বিস্তারিত নিচে প্রদত্ত হলো:

  1. পূর্ণ জীবন বৃত্তান্ত
  2. মোবাইল নম্বর উল্লেখ পূর্বক স্বহস্তে লিখিত আবেদনপত্র
  3. সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি
  4. জাতীয় পরিচয়পত্র
  5. সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র

উপরোক্ত সকল কাগজপত্রসহ আবেদনপত্র আগামী ২২ মে ২০২৪ইং তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে নির্বাহী পরিচালক, সেতু, টি এন্ড টি কলোনী রোড, কোর্টপাড়া, পোস্ট বক্স-১০, কুষ্টিয়া-৭০০০ এর ঠিকানায় সরাসরি / কুরিয়ার / ডাকযোগে পৌঁছাতে হবে। প্রার্থীকে খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে।

Application Fee Payment Process:
উপরোক্ত আবেদনের জন্য কোন প্রকার আবেদন ফি পরিশোধ করতে হবে না। আবেদন সম্পূর্ণ ফ্রি।

 

SETU NGO Job Circular 2024 download

আপনি যদি সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটির পিডিএফ ডাউনলোড করতে চান তাহলে আপনি সেটি তাদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। তবুও আপনাদের সুবিধার্থে আমরা এখানে সার্কুলারটি সংযুক্ত করে দিলাম। আপনি এখান থেকে বিস্তারিত দেখে নিতে পারেন।SETU NGO Job Circular - সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি গত ১০ মে ২০২৪ তারিখে প্রকাশিত হয়েছে। সর্বমোট ১২০ জন জনবল নিয়োগ করবেন মোট ০২ ক্যাটাগরিতে।

 

About SETU NGO

সেতু একটি বেসরকারী এনজিও সংস্থা। যেটি মূলত কাজ করে বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষদের মধে্য। সেতু এনজিও দেশের Economic & Financial crisis, Social Coouncil এর মাধ্যমে দেশের দরিদ্র বিমোচন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৮৩ সালে সুবিধাবঞ্চিতদের জন্য টেকসই উন্নয়নের লক্ষ্যে। SETU অধিকার-ভিত্তিক চ্যালেঞ্জিং উদ্যোগ গ্রহণ এবং/অথবা গ্রহণ করার উপায়ে সজ্জিত করা হয়েছে। এর বিশেষ দক্ষতা বিশ্বায়ন, শাসন, জলবায়ু বিচার, অ্যাডভোকেসি, CSO জবাবদিহিতা ইত্যাদি বিষয়ে বিকশিত হয়েছে। SDGs বাস্তবায়নে অবদান রাখার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সেতু এনজিও। তাদের অফিসিয়াল ওয়েবাসাইট: SETU NGO

 

See More:

আমরা উল্লেখিত পোস্টে সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর যাবতীয় তথ্য আলোচনা করার চেষ্ট করেছি। আশা করি তাতে আপনাদের উপকারে আসবে। আপনি যদি আরো নিয়োগ বিজ্ঞপ্তি পড়তে চান তাহলে আমাদের job-circular ওয়েবসাইটে প্রবেশ করে দেখে নিতে পারেন। এছাড়াও আমাদের ওয়েবসাইটে প্রতিদিন নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আমাদের ওয়েবসাইটে আপনি Government Jobs, Private Jobs, Bank Jobs, NGO Jobs সহ সকল ধরণের চাকরির খবর পেয়ে যাবেন।

যেকোন ধরণের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়া মাত্রই আমরা আমাদের ওয়েবসাইটে তার বিস্তারিত ব্যাখ্যাসহ পোস্ট পাবলিশ করে থাকি। নতুন নতুন চাকুরির খবর পেতে আমাদের সাথে থাকুন এবং যদি আপনি উপকৃত হন তাহলে আপনি আপনার বন্ধুকেও এই পোস্টটি শেয়ার করতে পারেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।

Share this post:

1 thought on “SETU NGO Job Circular – সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি”

Leave a Comment